কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ১১:০৫ পিএম


কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি
ছবি: সংগৃহীত

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। এর মাধ্যমে দেশটিতে চূড়ান্তভাবে অবসান হলো জাস্টিন ট্রুডো অধ্যায়ের। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়েছেন মার্ক কার্নি। 

এর আগে, গত ১০ মার্চ লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন তিনি। আর কানাডার সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের প্রধানই দায়িত্ব পান প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন

মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির তুমুল ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন তিনি। 

কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপকে ‘নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট’ হিসেবে অভিহিত করেছেন কার্নি। তিনি বলেছেন, আমরা এই (বাণিজ্য) লড়াই চাইনি। কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তার হাতের গ্লাভস ফেলে দেয়। তো মার্কিনিদের, কোনো ভুল করা উচিত নয়। হকি খেলার মতো বাণিজ্য লড়াইয়েও কানাডা জিতবে।

এর আগে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর ট্রুডো’ হিসেবে সম্বোধন করেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেছেন, আমেরিকা কানাডা নয়। এবং কানাডা কখনো, কোনোদিন কোনোভাবে আমেরিকার অংশ হবে না।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম এবিসি নিউজ গত সপ্তাহে জানায়, আগামী এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন নতুন প্রধানমন্ত্রী কার্নি।

গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ২০১৫ সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এতে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। আজ প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিন ছিল তার।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission